অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৮:০৮
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:
আজ ঐতিহাসিক হিলি মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।
১৯৭১ সালের এই দিনে মিত্রবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর সম্মিলিত অভিযানে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে হিলিকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। এদিনকে স্মরণ করে হাকিমপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, র্যালি ও মুক্তিযোদ্ধা সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাব্বির হোসেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলার কৃষি অফিসার আরজেনা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন,হিলি মুক্ত দিবস আমাদের অস্তিত্বের গৌরব স্মরণ করিয়ে দেয়। এই অঞ্চলে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ছিল অনন্য। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।
হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বলেন, ১১ ডিসেম্বরের যুদ্ধ ছিল ভয়ংকর। কিন্তু বুক ভরা সাহসে আমরা হিলিকে মুক্ত করি। আজকের প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া শুধু দায়িত্ব নয়, রাষ্ট্রের কৃতজ্ঞতা। হিলি মুক্ত দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উজ্জীবিত হবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিয়মিত গবেষণা, প্রকাশনা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মুক্তিযুদ্ধভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে।
হিলির মানুষ আজও শ্রদ্ধাভরে স্মরণ করে ১১ ডিসেম্বরের সেই গৌরবগাথা মুক্তির দিন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।