শজিমেক- হাসপাতালে এ্যানেস্থেসিয়া বিভাগের উদ্যোগ সিপিআর কর্মশালার উদ্বোধন


আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এ্যানেস্থেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগের উদ্যোগে “Workshop on CPR” কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

 

আধুনিক চিকিৎসা ব্যবস্থায় হার্ট ও রেসপিরেটরি অ্যারেস্ট–পরবর্তী দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার কৌশল স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডাঃ আজফারুল হাবীব রোজ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মহসীন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ আবু জাহেদ মোঃ ফিরোজ। কর্মশালাটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দীন হায়দার রাসেল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ রাশেদুল ইসলাম রনি, ডাঃ আমিনুর রহমান হীরা, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ অর্নিবান, ডাঃ রফিকসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ।

 

এ সময় বক্তারা বলেন, জরুরি পরিস্থিতিতে রোগীর জীবন রক্ষায় সিপিআর অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। হাসপাতালের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও এ দক্ষতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

 

কর্মশালার পরবর্তী অংশে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে ধাপে ধাপে সিপিআর প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও আয়োজকরা জানান।

 

উক্ত সিপিআর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন,
এ্যানেস্থেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।