গাইবান্ধা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাজমুল হাসান সোহাগ


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ। দলীয় সূত্র জানায়, গভীর বিবেচনা ও গুরুত্ব আরোপ করেই কেন্দ্রীয় কমিটি তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রদান করেছে।

 

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাজমুল হাসান সোহাগ জানান, “গাইবান্ধা-৩ আসনের মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে টেকসই পরিবর্তন আনাই আমার প্রধান লক্ষ্য। দল যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে, তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো।”

 

দলের কেন্দ্রীয় নেতাদের মতে, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, এলাকায় সক্রিয় ভূমিকা এবং ইতিবাচক ভাবমূর্তির কারণে সোহাগকে এবারের নির্বাচনে অন্যতম সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে। তার মনোনয়ন ঘোষণার পর সাদুল্লাপুর ও পলাশবাড়ী জুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

 

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন নেতৃত্ব ও পরিবর্তনের প্রত্যাশায় তারা সোহাগকে স্বাগত জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, তার মতো তরুণ ও কর্মঠ প্রার্থী নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে।

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের গাইবান্ধা-৩ আসনটি হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। 

 

সেখানে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে নাজমুল হাসান সোহাগের অংশগ্রহণ নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত ও চাঙা করে তুলবে।

 

আগামী দিনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে তিনি কী ধরনের কর্মসূচি, উন্নয়ন ভাবনা ও প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের সামনে আসেন—তা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেবে বলে মনে করছেন স্থানীয়রা।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।