অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৯:০৮
বগুড়া জেলা প্রতিনিধিঃ-আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার এর পক্ষ থেকে শুভেচ্ছা বাণী:
আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মানবাধিকার—এটি কোনো বিশেষ সুবিধা নয়,
এটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্মগত অধিকার।
মানুষ হিসেবে সম্মান, ন্যায়বিচার, সমতা ও স্বাধীনতা পাওয়ার অধিকার।
আজকের এই দিনটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়—মানবতার সম্মান, সমতা, ন্যায়বিচার ও স্বাধীনতার প্রতি আমাদের অটল অঙ্গীকারের প্রতিচ্ছবি।
মানবাধিকার হলো মানুষের জন্মগত পাওনা।
কিন্তু অধিকার তখনই সার্থক হয়, যখন আমরা
? একে অন্যের অধিকারের প্রতি সম্মান দেখাতে শিখি—
? যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি,
? বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই, এবং সমাজকে আরও মানবিক, সুন্দর ও সুবিচারপূর্ণ করে তুলতে কাজ করি।
এই মহিমান্বিত দিনে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—
মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ ইবাদত।
অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠই ন্যায়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
এবং মানবাধিকার রক্ষা শুধু কোনো সংগঠনের দায়িত্ব নয়—
এটি আমাদের প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটি অধিকারবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে,ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় কাজ করে যাচ্ছে।
সমাজে সমতা, শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই পথচলা আগামীতেও আরও দৃঢ়ভাবে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
আসুন, আজকের দিনে আমরা এক প্রতিজ্ঞায়
ঐক্যবদ্ধ হই
? বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো
? ন্যায়বিচারের পাশে থাকবো
? মানুষের মর্যাদা রক্ষায় আপসহীন থাকবো
? মানবতার আলো প্রতিটি মানুষের জীবনে পৌঁছে দেবো।
আর মানবতার জয় হোক সর্বত্র।
চলুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—
? ঘৃণা নয়, ভালোবাসা।
? অবিচার নয়, ন্যায়।
? বৈষম্য নয়, সমতা আর
?মানবাধিকার হোক আমাদের সকলের চলার পথের আলো।
কারণ—
? মানবতা জিতলে পৃথিবী জেতে।
? মানবাধিকার প্রতিষ্ঠা পেলে সমাজ বদলে যায়।
আন্তরিক শুভেচ্ছান্তে,
চিকিৎসা প্রযুক্তিবিদ, মোঃ আরমান হোসেন ডলার
সভাপতি,
বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন
বগুড়া জেলা কমিটি।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।