অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৮:২০
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুর বড় মাট (মুক্তার মোড়) মাঠে অনুষ্ঠিত হয়েছে ছাত্র, যুব নাগরিক সমাবেশ ২০২৫।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এই সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। সমাবেশের শুরু থেকেই তরুণদের স্লোগান, জনগণের ব্যাপক উপস্থিতি এবং প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি অনন্য মাত্রা লাভ করে।
প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জামায়াতের ইসলামের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম বক্তব্যে বলেন, শিক্ষার্থী ও যুব সমাজকে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জাতির সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের তরুণসমাজ। নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীলতাই তরুণদের সফলতার মূল চাবিকাঠি। সমাজে ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠা করতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। এই সমাবেশ তাদের সেই প্রস্তুতি ও প্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার। শুধু ডিগ্রি নয়, সততা, সহমর্মিতা, সামাজিক দায়িত্ব—এসব গুণ অর্জন করতে পারলেই একজন তরুণ প্রকৃত নেতা হয়ে উঠতে পারে।”
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্র, যুব সমাজের শক্তি, ইতিবাচক ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
দেশের প্রতিটি পরিবর্তনের পেছনে তরুণদের ভূমিকা সবচেয়ে বড়। সঠিক দিকনির্দেশনা ও শক্তিমান নেতৃত্ব গঠনের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আজকের তরুণ যদি সৎ, নীতিনিষ্ঠ ও দায়িত্ববান হয়, আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধ, শান্তি ও ন্যায়ভিত্তিক।
তিনি আরও বলেন, সমাজে যে অনৈতিকতা,বিভাজন, শিক্ষার সংকট বা সামাজিক অবক্ষয় দেখা যায়, তা দূর করতে তরুণদের এগিয়ে আসতেই হবে। সংগঠন শুধু কর্মসূচি দেয় না, চিন্তা, মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার অনুপ্রেরণা দেয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীবুর রহমান পলাশ বলেন, নতুন প্রজন্মকে প্রতিযোগিতামুখী পৃথিবীতে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম, নিয়মিত চর্চা এবং আধুনিক শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। শুধু মিছিল, মিটিং নয়, মানুষকে ভালোবাসা, সমাজকে উন্নত করা এবং নৈতিকতা বজায় রাখা, এটাই প্রকৃত নেতৃত্ব।
তিনি আরও বলেন, আজকের যুবকরা যদি নিজেকে পরিবর্তন করে, পরিবারকে পরিবর্তন করে, সমাজকে জানার চেষ্টা করে, তাহলে দেশ পরিবর্তন হবেই।
প্রত্যেকে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল হলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।”
এসমাবেশে বাংলাদেশ ইসলামী শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা সভাপতি মোহাম্মদ কুমার রহমান জাল্লাদসহ বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।