বগুড়ায় উদ্যোক্তা মেলায় মনোজ্ঞ সংগীত পরিবেশনে মুগ্ধ দর্শক


প্রেস বিজ্ঞপ্তি:-বগুড়ায় বিসিক জেলা কার্যালয় আয়োজিত ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলায় প্রতিদিন দর্শনার্থীদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

 

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মেলায় সংগীত পরিবেশন করে স্বপ্নচুড়া শিল্পী গোষ্ঠী।
 

জেলা বিসিক কার্যালয় সুত্রে জানা যায়, ৭০টি স্টল নিয়ে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে নারী উদ্যোক্তারা কাজ করছেন। তাই বিসিকের এই আয়োজনে নারী উদ্যোক্তারা সবচেয়ে বেশি অংশ নিয়েছেন। 

 

বগুড়াসহ বাহিরের জেলা থেকে আগত উদ্যোক্তাগণ এই স্টল সমূহে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।
 

বুধবার বিকেলে মেলায় মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।

 

অনুষ্ঠানে স্নপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর সভাপতি জিনাত জাহান খানম পাতা ও সাধারণ সম্পাদক আসাদুর রহমান খোকনের পরিচালনা সংগীত পরিবেশন করেন ফারাহ রহমান স্মৃতি, নুসরাত জাহান চৈতি, রেজা, এডভোকেট জনি, বাপ্পী, আতাউর রহমান রাজ, রুবেল, রেদওয়ান,  পাপ্পু, তিলক, তনু সহ আরও অনেকে।
 

মেলায় বিসিক জেলা কার্যালয়ের কারিগরি কর্মকর্তা মহিদুল হাসান জানান, জেলার উদ্যোক্তাদের নিয়ে ট্রেনিং, ঋণদান সহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে বিসিক। তারই ধারাবাহিকতায় উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রতিদিন হাজারো দর্শনার্থীরা ভিড় করছেন।

 

 মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শকেরা মুগ্ধ মেলার নানা আয়োজন উপভোগ করছেন।

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।