অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৮:১৩
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:+“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা”—এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল রানা, ইন্দুরকানী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, বিআরডিবি সভাপতি মোঃ ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ মনিরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, রূপালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ ইমরান হোসেন, জুলাই যোদ্ধা লুলু আর মারজান,
ইন্দুরকানী নবগঠিত ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ হাফিজুল কবির তালুকদার এবং ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মহিদ তালুকদার প্রমুখ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।