বগুড়ার রাজাপুরে দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ


বগুড়া অফিস:- বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মঙ্গরবার সকালে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের মন্ডলধরন, মেঘাগছা এলাকায় দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন শহর মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, টিম সদস্য মাওলানা রুহুল আমিন, মাওলানা বাইজিদ হোসেন, অইউনিয়ন আমীর মোখলেছুর রহমান, সেক্রেটারী  শহীদুল ইসলাম মাওলানা আবু হোসেন, মাওলানা আব্দুর রহমান, ডা. আবু নসর রেজা, আব্দুল খালেক, মজিবুর রহমান প্রমুখ। পরে বাংলা হাট এলাকায় এক পথসভায় আবিদুর রহমান সোহেল বলেন, আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত ন্যায়-ইনসাফের নতুন দেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিন। তিনি বলেন, ঢাকায় মর্মান্তিক ঘটনা মা মেয়েকে হত্যা করা হয়েছে। কুরআনের আইন প্রতিষ্ঠা হলে দেশবাসীকে আর এ ধরনের সংবাদ শুনতে হবে না।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।