অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৩:৪৭
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের আট দিন আগেই পলাশবাড়ী পাক হানাদার মুক্ত হয়। গাইবান্ধার পলাশবাড়ীতে ঐতিহাসিক ৮ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ৮ই ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক নুর আলম সরকার,পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ,পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,খবরবাড়ী.কম এর সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,প্রবীণ বিএনপি নেতা মুনসুর আলী সরকার মন্টু প্রমুখ।
এছাড়াও,সাংবাদিক আরিফ উদ্দিন,এসআই হাবিব,আশরাফুল আলম,মামুন শেখ,লাবুনী আক্তার, সাগর রাখু ও ফজলার রহমান সহ উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মিথুন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।