পলাশবাড়ীতে রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেছেন ভুটানের রাষ্ট্রদূত শিবনাথ রায়


পলাশবাড়ী( গাইবান্ধা) প্রতিনিধিঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেছেন ভুটানের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব শিবনাথ রায় ও তার সহধর্মীনি।
 

৭ ডিসেম্বর রবিবার উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বৃন্দাবনপাড়ায় শ্রী শ্রী রাখা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শনে আসলে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাস তাদের ফুল দিয়ে বরণ করেন।
 

এ মন্দিরটি পরিদর্শন কালে তিনি বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশের মধ্যে এমন একটি দর্শনীয় মন্দির হচ্ছে দেখে অনেক খুশি ও প্রসংশা করেছেন ভুটানের রাষ্ট্রদূত শিবনাথ রায়। এসময়  তার সহধর্মীনিসহ উপস্থিত ছিলেন  মন্দির প্রতিষ্ঠাতা  হরিদাস চন্দ্র তরনীদাস, মন্দিরে পুরোহিত ও সনাতনী নেতৃবৃন্দ। 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।