খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ


সঞ্জু রায়,বগুড়া::-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শনিবার বিকেলে বগুড়া চেলোপাড়ায় অটোটেম্পু ও অটোরিকশা মালিক গ্রুপের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 

বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। 

 

৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে হুমায়ুন কবির, শহিদুল ইসলাম, কালাম শেখ, ফিরোজ হোসেন, মাসুদুল হাসান টুকু, আব্দুল হালিম পিয়াস, সাবেক ছাত্রদল নেতা আবু জাফর জেমস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আবু সাঈদ দুখু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান মিল্লাত, শ্রমিক নেতা কার্ত্তিক সরকার কান্তি, খোকন রায়, স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়া ও শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম বাপ্পী, সুজন ফকির প্রমুখ।
 

আয়োজন প্রসঙ্গে পরিমল চন্দ্র দাস বলেন, বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারা ধারাবাহিকভাবে প্রতিটি মসজিদ-মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনা চালিয়ে যাচ্ছেন। 

 

শনিবার চেলোপাড়া এলাকার প্রায় দেড় হাজার শ্রমিক সৃষ্টিকর্তার দরবারে অশ্রুসিক্ত চোখে দোয়া করেছেন শুধুমাত্র প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করে। পরিমল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়া এই দেশে রাজনৈতিক বটবৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি এখন আর শুধু বিএনপি নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের সাধারণ জনগণের নেত্রী। দেশের জন্য তার অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। 

 

দেশ ও জনগণের স্বার্থেই তাকে আবারো ফিরতে হবে মানুষের মাঝে। তাই তার সুস্থতা কামনা করে তারা খাবার বিতরণের পাশাপাশি সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে সব ধরনের প্রয়াস করে যাচ্ছেন যা চলমান থাকবে।

 

 


 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।