ঢাকায় পৌঁছেই এভারকেয়ারে জুবাইদা; খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত


৭১ ভিশন রিপোর্ট  ঢাকা, ০৫ ডিসেম্বর ২০২৫ (সকাল ১০:৩০): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভিআইপি ফটক থেকে বেরিয়ে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে নেওয়ার প্রস্তুতির সঙ্গে সমন্বয় করতেই তার এই দ্রুত হাসপাতালে যাত্রা বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

এর আগে গতকাল (৪ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়া হবেহবে। এ জন্য কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। বিএনপির ভাষ্য অনুযায়ী, লন্ডন থেকেই খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা তদারকি ও হাসপাতাল-সমন্বয় করে আসছিলেন ডা. জুবাইদা রহমান; এবার তিনি সরাসরি সঙ্গে নিয়ে যেতে দেশে এসেছেন।

দলীয় একাধিক সূত্র বলছে, আজই বা খুব কাছাকাছি সময়ে খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে নেওয়া হতে পারে। যাত্রাপথে পরিবারের সদস্যদের মধ্যে ডা. জুবাইদা রহমানের পাশাপাশি থাকবেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। এছাড়া চিকিৎসক দল, নিরাপত্তা কর্মকর্তা ও ঘনিষ্ঠ সহকারীরা সফরে যুক্ত থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আগেই জানিয়েছেন, চিকিৎসক বোর্ডের পর্যবেক্ষণ ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতেই লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়া গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতির পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ফুসফুসের সংক্রমণ জটিল হয়ে হৃদযন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা চলছে। দেশের চিকিৎসকদের পাশাপাশি লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞরাও তার চিকিৎসা বোর্ডে যুক্ত হয়েছেন। হাসপাতালে বাইরে প্রতিদিনই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে।

এদিকে বিএনপি সূত্র জানায়, পুরো চিকিৎসা প্রক্রিয়া, লন্ডনের হাসপাতাল ও বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতি এবং সফরের সার্বিক ব্যবস্থাপনা তারেক রহমান নিজে তদারকি করছেন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, ডা. জুবাইদার এভারকেয়ারে পৌঁছানোয় বিদেশযাত্রার প্রস্তুতি আরও এক ধাপ এগোল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।