দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার কামরুজ্জামান


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী, পার্বতীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার একেএম কামরুজ্জামান।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। পরে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

ব্যারিস্টার একেএম কামরুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী এবং যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মনোনয়ন ঘোষণার পর ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব। ধানের শীষকে বিজয়ী করে এই আসনটি আমরা উপহার দিতে চাই। এ বিষয়ে আমরা আশাবাদী।

 

উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেছিল বিএনপি। তখন দিনাজপুর-৫ আসনটি খালি রাখা হয়েছিল। দিনাজপুরে মোট ৬টি সংসদীয় আসন রয়েছে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।