অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৮:৪২
মোকছেদুল মমিন,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দিনাজপুর, সৈয়দপুর মহাসড়কের রাজাপাড়া মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে ফতেজংপুর ইপিজেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ট্রিলিয়ন গোল্ড কোম্পানির শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
নিহত দুইজন হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিসামদ কাদীকল গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও নীলফামারী সদর উপজেলার দীঘলডাঙ্গি গ্রামের সুভাষ চন্দ্র রায়ের মেয়ে আদুরী রানী রায় (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর অটোভ্যানটি দুমড়ে, মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই নারী যাত্রী প্রাণ হারান। বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এ সময় অটোভ্যান ও বাসের আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে দুর্ঘটনাকবলিত বাসের সিটগুলো বের করে রাস্তায় আগুন ধরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য দিনাজপুর, সৈয়দপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।