পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দোকানে ২৭ হাজার টাকা জরিমানা


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ-রংপুরের পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় হাসপাতাল এলাকার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
 

অভিযানে বিসমিল্লাহ ফার্মেসিতে ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জাফর মেডিসিন কর্নার ৫ হাজার টাকা ও জুয়েল স্টোরকে পলিথেন ব্যাবহারের কারণে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
 

এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির আহম্মেদ। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর রংপুরের উপপরিচালক এ সালাম সরকার এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর রংপুরের তত্ত¡াবধায়ক ডালিম চন্দ্র দাস। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা দোকানগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ, সঠিকভাবে ওষুধ সংরক্ষণ, অর্থনৈতিক লেনদেনের নথিপত্র সংরক্ষণসহ আইনসম্মত সব কার্যক্রম পরিচালনার ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করেন। 

 

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করার আহŸান জানান কর্মকর্তারা।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।