দিনাজপুরে র‌্যাবের অভিযানে ধরা পড়ল মূল দুই অভিযুক্ত


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার দুই এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি অভিযানিক দল দিনাজপুরের খালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

 

বুধবার (৩ ডিসেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম দিলিপ চন্দ্র বর্মন ও অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৮ নভেম্বর দুপুর ১২টার দিকে আসামিগণ বাদীর দুই পুত্র দিলিপ চন্দ্র বর্মন ও উজ্জ্বল চন্দ্র বর্মনকে ফুঁসলিয়ে নিজেদের বাড়িতে ডেকে নেন। 

 

পূর্বপরিকল্পিতভাবে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে দিলিপ চন্দ্র বর্মনের মাথায় গুরুতর আঘাত লাগে।

 

গুরুতর আহত অবস্থায় তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ২৯ নভেম্বর সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় দিলিপ চন্দ্র বর্মন মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা (নং ১৯/২০৪ তাং–২৯/১১/২০২৫ খ্রি ধারা ১৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০) দায়ের করেন।

 

ঘটনার পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। অভিযুক্তদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।

 

র‌্যাব-১৩ জানায়, অবশেষে ০২ ডিসেম্বর রাতে দিনাজপুর শহরের খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ২ নম্বর আসামি সৌরভ বর্মন (২৫) ও ৫ নম্বর আসামি দিগেন বর্মন (৪৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাউরিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।