দিনাজপুরে নিষিদ্ধ পলিথিন কারখানায় র‌্যাবের অভিযান,জরিমানা ও সিলগালা


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর পলিথিন উৎপাদন,মজুদ ও অবৈধ কারখানা পরিচালনার অভিযোগে দিনাজপুরে দুই স্থানে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা, বিপুল পরিমাণ পলিথিন জব্দ এবং দুই প্রতিষ্ঠান সিলগালা করেছে র‌্যাব-১৩, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত র‌্যাব ১৩,সিপিসি ১ এর আভিযানিক দল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির নেতৃত্বে বিরামপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক, ১৫(১), ৪(ক) ও ৪(খ) ধারায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, মজুদ ও প্রদর্শনের দায়ে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় ৩১৯ কেজি পলিথিন এবং ৯২৩ কেজি পিপি গ্র্যানিউল কাঁচামাল জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পলিথিন কারখানাটি সিলগালা করা হয়।এদিন একই জেলায় হাকিমপুর থানার ডাঙ্গাপাড়া বাজারে অবস্থিত, মেসার্স ভাই ভাই প্লাস্টিক কারখানা তে আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে প্লাস্টিক কারখানা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে কর্তৃপক্ষ।

 

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী কৌশলে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুদ করে আসছিল। এসব তথ্যের ভিত্তিতে র‌্যাব ১৩ গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে অভিযান পরিচালনা করে।

 

র‌্যাব ১৩ এর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও সমাজের জন্য ক্ষতিকর এসব অবৈধ ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।