অ্যামনেস্টির “Write for Rights 2025”: চিঠির শক্তিতে মানবাধিকার রক্ষার বিশ্বব্যাপী উদ্যোগ


অ্যামনেস্টির “Write for Rights 2025”: চিঠির শক্তিতে মানবাধিকার রক্ষার বিশ্বব্যাপী উদ্যোগ

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষের জন্য আওয়াজ তোলার অন্যতম কার্যকর মাধ্যম হতে পারে একটি চিঠি বা ছোট বার্তা। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর Amnesty International আয়োজন করে বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার ক্যাম্পেইন “Write for Rights”। এ বছরের ক্যাম্পেইনে সাধারণ মানুষ চিঠি, বার্তা ও অনলাইন অ্যাকশনের মাধ্যমে নির্যাতন, হয়রানি ও অন্যায় কারাবন্দিত্বের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়াতে পারেন।

“Write for Rights” হলো অ্যামনেস্টির বার্ষিক বৈশ্বিক মানবাধিকার কর্মসূচি। এতে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট মানবাধিকার কেসগুলোর পক্ষে বার্তা/চিঠি লিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচারের দাবি জানান এবং ভুক্তভোগীদের প্রতি সংহতি প্রকাশ করেন। অ্যামনেস্টি জানিয়েছে, গত বছরের ক্যাম্পেইনে বিশ্বজুড়ে লক্ষাধিক চিঠি ও পিটিশন সই ছিল, যা বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।

সংস্থাটির মতে, এ বছরের ক্যাম্পেইনে পরিবেশ রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা, আদিবাসী অধিকার, সাংবাদিকতা ও বিভিন্ন মানবাধিকার ইস্যুতে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের কেস অন্তর্ভুক্ত রয়েছে। একটি ছোট বার্তাও কখনও কখনও কারও জীবনে আশা, নিরাপত্তা ও ন্যায়বিচারের পথ তৈরি করতে পারে—এটাই এই উদ্যোগের মূল বার্তা।

যেভাবে অংশ নেবেন:

“Write for Rights”-এর অফিসিয়াল ক্যাম্পেইন পেজে গিয়ে কেসগুলো পড়ুন।

পছন্দের কেসের জন্য প্রস্তুত বার্তা/চিঠি পাঠান বা নিজের ভাষায় সমর্থনের বার্তা লিখুন।

মানবাধিকারের পক্ষে এই উদ্যোগটি পরিবার-বন্ধু ও সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

মানবাধিকারের পক্ষে দাঁড়াতে বড় কিছু করার দরকার নেই—একটি ছোট চিঠি বা বার্তাই কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
অংশ নিতে ভিজিট করুন Amnesty International-এর অফিসিয়াল “Write for Rights” ক্যাম্পেইন পেজ:
https://www.amnesty.org/en/get-involved/write-for-rights/
https://www.amnesty.org.uk/press-releases/write-rights-2025-global-letter-writing-campaign-launches-stand-people-fighting


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।