অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৮:১৯
বগুড়া জেলা প্রতিনিধি :-বগুড়ায় করতোয়া যাত্রা ইউনিটের আয়োজনে শিক্ষামুলক যাত্রাপালা “আলোর দিশারী” মঞ্চস্থ হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বগুড়া শহরের সুত্রারাপুরস্থ ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের মাঝে যাত্রাপালা মঞ্চস্থ করা হয়।
আজকের শিশুদের সু-শিক্ষায় এগিয়ে যেতে, সুনাগরিক, সুশিক্ষা অর্জন এবং যাত্রাপালা বিষয়ে জানাতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মন্ডলির উপস্থিতিতে এই যাত্রাপালার আয়োজন করা হয়।
যাত্রার পরিচালক ছিলেন সাইফুল ইসলাম। শিল্প নির্দেশনায় ছিলেন তবিবর রহমান। স্মারক ছিলেন খবির উদ্দিন।
মাফরুহা জোয়ায়রা রচিত যাত্রাপালার বিভিন্ন অংশে অভিনয় করেন পুস্পিতা অধিকারী, সাইফুল ইসলাম, আলম, কোকিল, মিজানুর রহমান, আব্দুর রশীদ, ফখরুল, জোসনা, শাহনাজ পারভিন।
করতোয়া যাত্রা ইউনিটের “আলোরঃ দিশারী যাত্রাপালা দেখে উপস্থিত দর্শক কড়তালি দিয়ে অভিনন্দন জানান।
স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা যাত্রাপালার রাজা, রানী, উজির-সেনাপতি দেখে মুগ্ধ হন।এসময় ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ তনছের আলী প্রাং সকলকে শুভেচ্ছা জানান।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।