প্রত্যেক জেলায় জেলা ক্রিকেট সংস্থা হবে-আসিফ আকবর


মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং এজ গ্রæপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রত্যেক জেলায় আলাদা করে জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে।তিনি বুধবার বিকেলে এজ গ্রæপ ক্রিকেট ডেভলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত পঞ্চগড় জেলার ক্রীড়া সংগঠক এবং ক্ষুদে ক্রিকেটারদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

 

এসময় তিনি বলেন, প্রত্যেক জেলায় ক্রিকেট লীগ শীঘ্রই শুরু হবে। আমরা জানি ক্রীড়া অধিদপ্তর থেকে টেন্ডারের মাধ্যমে যে সরঞ্জামগুলো কেনা হয় সেগুলো খেলার মতো নয়। আমরা এ ব্যাপারে প্লানিং করছি।

আসিফ আকবর বলেন, এজ গ্রæপ ক্রিকেটে আমরা সম্প্রতি মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও সংযুক্ত করেছি। আপনারা একটু খেয়াল করবেন পাকিস্তান, আফগানিস্তান এবং ইন্ডিয়ায় এই তিনটা দেশে কিন্তু মাদ্রাসা থেকেই ক্রিকেটাররা ন্যাশনাল টিমে এসেছে। সুতরাং আমরা প্রতিটা বাচ্চাকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো । এ ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্ণামেন্ট গত দশ বছর থেকে হচ্ছে যেটার আমরা কোন আউটকাম খুঁজে পাইনি। আমরা এটাকে নতুন আঙ্গিকে নিয়ে এসেছি। এই প্রথম আমরা স্কুল ক্রিকেটারদের ডাটা বেজ তৈরী করতে যাচ্ছি। আমাদের প্রায় ২৩ লক্ষ নতুন জেনারেশন ড্রাগ এডিক্টেড।

 

প্রায় দেড় কোটি মানুষ দেশে নাই । তাদের ফ্যামিলি অনেক দুর্ভোগে আছে।আমাদের প্রায় ৫ কোটি মানুষ ইনেক্টিভ। আমাদের টার্গেট হচ্ছে ক্লাস ফোর থেকে শুরু করা ।যে কোন মুল্যে আমরা চাই বাংলাদেশের ক্রিকেটকে ক্যালেন্ডারে ৮ মাস রাখতে চাই ।মেয়েদেরকে স্পেশাল সুবিধা দিতে চাই আমরা। তাদের জন্য যে কোন ফ্যাসিলিটিজ বøাংক চেক।

 

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হাসানুজ্জামান সহ ক্রিকেট সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিবির মেম্বার সেক্রেটারী আরমানুল ইসলাম, বিসিবির আম্প্যায়ার সাকির স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্ষুদে ক্রিকেটার, আম্প্যায়ার, অভিভাবক সহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।