"ধূমপান বিষপান"-লায়ন মোঃ গনি মিয়া বাবুল


ধূমপান বিষপান 
ধীরে ধীরে যায় জান, 
এ নেশায় নাশ প্রাণ 
লয় করে জয় গান।

ধূমপান করে যারা 
তিল তিল করে তারা, 
জান থাকতে যায় মারা 
ধন সম্পদ সব হারা।

 

রেখে সব হাতে হাত
এসো লড়ি দিন রাত, 
উল্টাতে  ধারাপাত 
ভাঙ্গি যত বিষ দাঁত।

 

 

 

লেখক পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল(শিক্ষক, কবি,কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক) 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।