অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ অক্টবার ২০২৫, সময়ঃ ০৭:১৫
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে। রাতের আঁধারে মানুষ যখন ঘুমিয়ে ছিল, তখনই ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে।এভাবে কোনো দেশ, কোনো গণতন্ত্র টিকে থাকতে পারে না।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিএনপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, আশার কথা হলো, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা হবে সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার সুযোগ পাবে। দেশের মানুষ এবার নির্ভয়ে, সুষ্ঠুভাবে ভোট দিতে চায়।
তিনি আরও বলেন, ভোট একটি মানুষের মৌলিক অধিকার। একজন মানুষের একটি ভোট, এই ভোটই তার শক্তি ও অধিকার। তাই ভোট দেওয়ার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, অনেকেই টাকা-পয়সা, ভয়ভীতি বা প্রলোভন দেখাতে পারে। কিন্তু কোনো প্রকার প্রলোভনে পা দেওয়া যাবে না। ভোটের দিন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিন। এটাই নৈতিক দায়িত্ব।
ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়ার সমালোচনা করে তিনি বলেন, কেউ কেউ বলে তাদের ভোট দিলে নাকি স্বর্গে যাওয়া যাবে! এসব মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা ঠিক নয়। ধর্ম হচ্ছে ন্যায়-নীতি ও সত্যের পথ।
তিনি অভিযোগ করে বলেন, যারা ঘরে ঘরে গিয়ে ধর্ম শেখানোর কথা বলে, তাদের অনেকেই নিজেরা ইসলামের নিয়মকানুন মানে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, মানুষের হক নষ্ট করে। ধর্মের নামে ভণ্ডামি করে তারা জনগণকে প্রতারিত করছে।
দেশ নিয়ে ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে ডা. জাহিদ বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে। সাংবাদিকরা নির্ভয়ে সংবাদ লিখবে, কৃষক তার ধানের ন্যায্যমূল্য পাবে, শ্রমিক পাবে ন্যায্য মজুরি, আর শিক্ষিত যুবকদের বেকার থাকতে হবে না। আমাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া।
পথসভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজারো নেতাকর্মী অংশ নেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।