পীরগঞ্জে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার


পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি ঃ-রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথ ইউনিয়নের খেদমতপুর শিমুলতলা এলাকায় বৃদ্ধা আকলিমার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। নিহত বৃদ্ধা আকলিমা বেগম (৬৫) উক্ত গ্রামের  হাকিম মিয়ার স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে। শনিবার সকালে স্বামী আলহাজ¦ হাকিম মন্ডল ঘরে রক্তাক্ত অবস্থায় আকলিমা বেগমের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
 

রামনাথপুর ইউনিয়ন বড় ঘোলা গ্রামের আব্দুল হাকিম মন্ডল ও তার স্ত্রী আকলিমা বেগম  দীর্ঘদিন থেকে বর্ণিত স্থানে জমি কিনে বাড়ি নির্মাণ করে। ২ ছেলে ঘোলা গ্রামে বসবাস করে এবং বিবাহিত কন্যা উপজেলার রামপুরা গ্রামে স্বামীর সংসার করেন। তাদের বাড়ির ভিতর গালা মালের দোকান রয়েছে। তাদের দোকানে কোন কিছু কিনতে আসলে বাড়ির ভিতর প্রবেশ করতে হয়। স্বামী স্ত্রী অই বাড়িতে ২ জন ২ ঘরে থাকে।
 

সূত্রে জানা গেছে, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, হত্যাকান্ডের কারন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন এবং তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।