আত্রাইয়ে শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত


নাজমুল হক নাহিদ,আত্রাই(নওগাঁ)প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে নবগঠিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় আত্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নির্বাহী সদস্য হাফিজুর রহমান হাফিজ। 

 

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বুলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম এর সঞ্চালনায় পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র  সহসভাপতি আব্দুল জলিল চকলেট,  যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, সহসভাপতি এসএম ফারুক বখত, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাবের প্রামানিক, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, বিলকিস আক্তার বানু প্রমুখ বক্তব্য রাখেন। 
 

বক্তারা নবগঠিত শিক্ষক সমিতির সদস্যদের অভিনন্দন জানান।

 

অনুষ্ঠানে নবগঠিত সভাপতি আবু হেনা মোস্তফা কামাল,  সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল কাবের প্রামানিক, সাংগঠনিক সম্পাদক ছালেক উদ্দিন প্রামানিক, প্রচার সম্পাদক হাফিজুর রহমানসহ ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত শিক্ষক সমিতির সদস্যদের নাম পাঠ করলে করতালির মাধ্যমে অভিনন্দন জানানো হয়। 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।