দিনাজপুরে খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল কর্মীর মৃত্যু


 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের খানসামা উপজেলায় পানির মোটরের বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস আলম (২৪) নামে এক ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ বালাপাড়া ইউনিয়নের শিমুলতলী মহিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ফেরদৌস ওই এলাকার মৃত বাবলুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির পানির মোটরের সংযোগে ত্রুটি দেখা দিলে ফেরদৌস তা মেরামতের চেষ্টা করেন। 
 

এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম বলেন, ফেরদৌস ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ মৃত্যু ছাত্রদল পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিকভাবে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম
দিনাজপুর।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।