অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০৮:২৫
জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বৃহস্পতিবার বিকেলে বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মালগ্রাম বাইতুল আতিক মসজিদ ও ঈদগাহ মাঠ এলাকায় গণ সংযোগ।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, ৮নং ওয়ার্ড আমীর মাহবুবুর রহমান, ৯নং ওয়ার্ড আমীর রবিউল ইসলাম রোকন, ১৪ নং ওয়ার্ড আমীর অধ্যাপক আবু হানিফ, শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম নুরুন্নবী প্রমুখ। গণ সংযোগকালে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসনে সমাজে মুক্তি আসবে।
একবার জামায়াতে ইসলামের পক্ষে রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো।
স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে জামায়াতের প্রধান কাজ।
ক্যাপশন: বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শহরের ৮নং ওয়ার্ডে গণ সংযোগ করেন জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।