নির্বাচনী ট্রেনে দেশবাসী,নির্বাচন বিলম্বের চেষ্টা সফল হবে না-ডা.জাহিদ


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও দলের অন্যতম নীতিনির্ধারক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনী ট্রেনে দেশবাসী উঠেছে। নির্বাচন বিলম্বের অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে, জনগণই ভোটের মাধ্যমে পরিবর্তন আনবে ইনশাল্লাহ।

 

বুধবার (১৫ অক্টোবর) দিনব্যাপী বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীষকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। আমি ধানের শীষের একজন কর্মী, এটিই আমার বড় পরিচয়।জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা মাঠে আছি এবং থাকব।

 

তিনি আরও বলেন, কিছু সুবিধাভোগী গণমাধ্যম বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা গণমানুষের ভালোবাসা ও সমর্থন দিয়ে প্রতিহত করা হবে। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র ও প্রভাকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকুন, সংগঠিত থাকুন এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন জোরদার করুন।

 

তিনি এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের জনগণের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, নূরে আলম নুরা, দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজা,
 

এ ছাড়া উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ হোসেন প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মী সমাবেশে অংশ নিয়ে জনগণের সমর্থন অর্জনে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, জনতার ভোটে গণতন্ত্র ফিরিয়ে আনব। জনগণই আমাদের শক্তি।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।