বগুড়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ধানের শীষের পক্ষে প্রচারণা


এসএম সিরাজ,বগুড়া:- জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া সদর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ডের জহুরুল নগর এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওয়ার্ড পর্যায়ে ধানের শীষের পক্ষে গণপ্রচারণা কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আব্দুল আজিজ হিরা।এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর দেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী সরকার।

 

এই ১৬ বছরে তারা বগুড়ায় কোন উন্নয়ন করেনি। বগুড়ার মানুষের চাকরী হয়নি।প্রমোশন দেওয়া হয়নি।এই দীর্ঘ সময়ে জনগণের অধিকার আদায়, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে লড়াই সংগ্রাম করেছে বিএনপি।এই লড়াই করতে গিয়ে দলের নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতন সহ্য করতে হয়েছে।এখন হাসিনা সরকারের বিদায় হয়েছে। তাই বগুড়ার উন্নয়নে ধানের শীষের কোন বিকল্প নেই। 
 

সদর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক রাসেল শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজাউল সরকার রেজার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি (নিপন)।

 

বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি একেএম আজাদ মিয়া, জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহ-সভাপতি আবুল কাশেম ও আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাঃ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইঞ্জিঃ সামিউল হক সুমন, নিরেশ চন্দ্র ভৌমিক, হানজালা, সায়েস্তা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম, সদর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুম, আব্দুল আহাদ খোকন, রানু, এআর চৌধুরী রাকু, আতিকুর রহমান নয়ন, শহর শাখার আহবায়ক জনি শেখ, সদস্য সচিব আব্দুল হাকিম, যুগ্ম আহবায়ক কাজল মাহমুদ, রাসেল রহমান, জামাল উদ্দিন, মোফাজ্জল হক নিরব, রুহুল, রেজাউল, আসলাম বিশ^াস, শহিদুল ইসলাম, নুর আলম, মুরশিদ ইসলাম প্রমুখ। উদ্বোধন শেষে ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকার ধানের শীষে পক্ষে প্রচারণা চালান নেতাকর্মীরা। 
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।