অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০২:০০
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ীতে মাত্র ৪ মাস ২৩ দিনের ব্যবধানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল আলম (পিএএ) এ কর্মস্থল থেকে অন্যত্র বদলী হয়েছেন।তিনি মঙ্গলবার (১৪ অক্টোবর) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।
বিদায়ী ইউএনও নাজমুল আলম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন পরবর্তী ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন।তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সদরের গুলশান পাড়ার মো. সিরাজুল আলম-এঁর একমাত্র ছেলে। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক।
গত ১৯ মে এদিন বিকেলে তিনি আনুষ্ঠানিক ভাবে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এ কর্মস্থলে যোগদান করেছিলেন।এদিকে; গত ১২ অক্টোবর রংপুর বিভাগীয় কার্যালয়ের সংস্থাপন শাখার এক অফিস আদেশে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলামকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে। তিনি ৩৬তম বিসিএস-এ প্রশাসন ক্যাডার সার্ভিসে অন্তভূক্ত হন।
নতুন ইউএনও বগুড়া জেলা বাসিন্ধা। এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাশবাড়ীর কর্মস্থলে এখনো যোগদান করেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।