সবার কাছে ধানের শীষ মার্কায় ভোট চাই-‌বিএন‌পি নেতা কামাল জামান মোল্লা


ছাইদুজ্জামান না‌ছিম,শিবচর প্রতি‌নি‌ধিঃ-সবার কাছে ধানের শীষ মার্কায় ভোট চাই। আপনারা সবাই গ্রামে গ্রামে ঘুরে ধানের শীষ মার্কায় ভোট চাইবেন। নির্বাচন ফেব্রুয়ারী‌তেই হ‌বে।


আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উমেদপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এ কথা ব‌লেন বিএন‌পি নেতা কামাল জামান মোল্লা।


শিবচর উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহাদাত হোসেন খান এর সভাপতিত্বে এসময় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, শিবচর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য মাহাবুবুর রহমান মাদবর, শিবচর পৌরসভা বিএনপি’র সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, উমেদপুর ইউনিয়ন বিএনপি’র নেতা মোঃ ফারুক হাওলাদার, যুবদলের নেতা মোঃ পারভেজ মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


এসময় কামাল জামান মোল্লা বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। আমি আওয়ামী সরকার থাকাকালীন শিবচরে আসতে পারিনি। আমাকে বিভিন্ন ভাবে মামলা হামলা করে দেশে আসতে দেয়নি। গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।