একদিনের ব্যবধানে দুটি ভ্যান চুরি,পলাশবাড়ীতে চোরচক্রের দৌরাত্ম্যে নিঃস্ব চালকেরা


পলাশবাড়ী( গাইবান্ধা)প্রতিনিধিঃ- গাইন্ধার পলাশবাড়ীতে চোরচক্রের ভয়াবহ দৌরাত্ম্য চলছে।মাত্র একদিনের ব্যবধানে পৌর এলাকায় চুরি হয়ে গেছে ব্যাটারিচালিত দুটি ভ্যান।

 

এতে উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দুজন ভ্যানচালক।¯’ানীয় সূত্রে জানা যায়, গতকাল (রোববার) সন্ধ্যায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাইগ্রামের ভ্যানচালক মোনারুল ইসলামের বাড়িতে চুরি হয় প্রথম ভ্যানটি।

 

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর নিজ বাড়ি থেকেই ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে যায়। এই চুরির রেশ কাটতে না কাটতেই ১৩ অক্টোবর  (সোমবার) বিকেলে পার্শ্ববর্তী চালিতাদহ গ্রামের জুলফিকার আলী নামের এক অসহায় ব্যক্তির ভ্যানও চুরি হয়ে যায়। ¯’ানীয় জুনদহ বাজার থেকে ভ্যানটি চুরি হয়।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।