ঐক্যের অভাবে পলাশবাড়ীতে দায়িত্বশীল সাংবাদিকতা হুমকির মুখে


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ীতে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সমন্বয়ের অভাবের কারণে ন্যায়সঙ্গত ও পেশাদার সাংবাদিকতা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
 

ব্যক্তিগত স্বার্থ ও মতভেদের কারণে অনেকেই গঠনমূলক ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে ব্যর্থ হচ্ছেন। এতে সাধারণ মানুষের আস্থা যেমন কমছে, তেমনি সাংবাদিকতার মানও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
 

অভিজ্ঞ মহল মনে করেন, এ প্রবণতা অব্যাহত থাকলে পলাশবাড়ীর গণমাধ্যম কর্মীরা শিগগিরই পেশাগত অস্তিত্ব সংকটে পড়বেন। তাই এখনই সাংবাদিকদের মধ্যে ঐক্য ও দায়িত্বশীলতা ফিরে আনা দরকার। অভিজ্ঞ মহল ও স্বচেতন মহল এর জন্য সংগঠনের নেতাদের নেতৃত্ব দূবল বলেই দাবী করছেন। 

 

পলাশবাড়ী উপজেলার সাংবাদিকদের একাধীক প্রেসক্লবসহ মোট ৮ টা সংগঠন রয়েছে।
 

এই সংকট উত্তরণের জন্য পলাশবাড়ীর এক মাত্র অনলাইন পোর্টাল  খবরবাড়ী ২৪ ডটকম এর সম্পাদক সিনিয়র সাংবাদিক মশফিকুর রহমান মিল্টন বলেন, সব কয়টি সাংবাদিক সংগঠন এক হইলেই ঐক্যের মিল হলে দায়িত্বশীল সাংবাদিকতা হুমকি থেকে মুক্তি পাবে, পেশাগত অস্তিত¦ ও অধিকার ফিরে পাবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।