হিলিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি দিনাজপুর প্রতিবেদক:-“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 

আজ সোমবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় খাট্রাউছনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদ রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু এবং উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কাসেমসহ অনেকেই।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা, ঝড়সহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা ও জনসচেতনতা অত্যন্ত জরুরি। পরিবার এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি থাকলে প্রাণ ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

 

পরে হাকিমপুর ফায়ার সার্ভিসের একটি টিম ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম বিষয়ক মহড়া প্রদর্শন করে। শিক্ষার্থীরা মহড়ায় অংশ নিয়ে দুর্যোগকালীন আত্মরক্ষার বিভিন্ন কৌশল শিখে।

 

এসময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।