অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫, সময়ঃ ০৮:২৯
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :-বগুড়ার আদমদীঘিতে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হারুন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সাড়ে ১১ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সদরে পশ্চিম ব্রিজ এলাকায় তালুকদার অটো রাইস মিলের নিকট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হারুন আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি সদরে পশ্চিম ব্রিজ এলাকায় তালুকদার অটো রাইস মিলের নিকট একজন ব্যক্তি মাদক বেচা কেনা করছেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা উপ-পরিদর্শক আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হারুনকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, ওই দিন দুপুরে গ্রেপ্তারকৃত হারুনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।