অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫, সময়ঃ ০৬:৪২
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সমাজের সার্বিক পরিবর্তন ও একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক পৌর এলাকা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী খাইরুল ইসলাম চাঁন।
তিনি বলেন, “পলাশবাড়ীকে দুর্নীতিমুক্ত, সেবা-নির্ভর ও পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং যুবসমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, “আমরা একসাথে কাজ করলে পলাশবাড়ী হবে একটি আদর্শ পৌরসভা যেখানে থাকবে উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিকতার সমন্বয়।”
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।