বিরামপুরে খানপুর ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ.কে.এম মাসুদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।

 

উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোবারক আলী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর আলম হক খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসানুজ্জামান দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল ও পৌর যুবদলের সাবেক সভাপতি নুর আলম নুরা প্রমুখ।

 

কর্মী সভায় কাটলা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনসহ মোট ১১ জন পদপ্রত্যাশী নিজেদের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন। তাদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে পরবর্তী সময়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য পদে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

 

বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিজয়ী করতে হবে। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মাঠে গণজোয়ার তৈরিতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 

আগামী নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন উল্লেখ করে বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এখনই জনগণের পাশে দাঁড়াতে হবে।

 

কর্মী সভায় উপজেলা ও ইউনিয়ন যুবদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।