হামজাদের হারের দিনে আমিরাতকে হারাল অর্পিতারা


৭১ ভিশন ডেস্ক:-বাংলাদেশের ফুটবলে অত্যন্ত ব্যস্ত সময় চলছে। আজ রাতে ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হামজারা অন্তিম মুহূর্তের গোলে ৩-৪ গোলে হংকংয়ের বিপক্ষে হেরেছে।সেই হারের কিছুক্ষণ পর দুবাইয়ে বাংলাদেশ অ-১৭ নারী দল ৩-০ গোলে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে।

এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ের জন্য বাংলাদেশ আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে।

 

গত পরশু সিরিয়াকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরেক গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আনুষ্ঠানিক ফল না আসলেও বাফুফের নারী দলের মিডিয়া ম্যানেজারের তথ্য অনুযায়ী আলপী জোড়া ও প্রীতি এক গোল করেছেন।

 

বাংলাদেশ দল আগামীকাল সংযুক্ত আরব আমিরাত থেকে আগামীকাল জর্ডান রওনা হবে। ভিসা জটিলতায় অ-১৭ দলের তিন কোচিং স্টাফ দুবাই যেতে পারেননি। তারা সরাসরি জর্ডান যাচ্ছেন। ১৩ অক্টোবর জর্ডান ও ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ। অর্পিতা বিশ্বাসদের এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ান হতে হবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।