অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ অক্টবার ২০২৫, সময়ঃ ০৭:৪৮
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি :- নওগাঁর রাণীনগরে মেহেদী (২৯) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বিশিয়া গ্রামে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গলায় দড়ি দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মেহেদী বিশিয়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে।
নিহত মেহেদীর দুলাভাই কামাল হোসেন জানান, কিছুদিন থেকে মেহেদী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল।
এরি ধারাবাহিকতায় গতকাল মেহেদির স্ত্রী ঝগড়া লেগে বাপের বাড়িতে চলে যায়। এরপর গতকাল রাতে খাবার খেয়ে পরিবারের অন্যদের সাথে মেহেদীও তার রুমে ঘুমিয়ে যায়। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ের আম গাছে গলায় রশি দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বাবলু জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।