"সমাজের লোভ-লালসাই আজ মানবতার অন্তরায়"-শ্রী হরিদাস বাবু


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ- শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু বলেছেন, “অর্থের অভাব যার বেশি, সে অভাবী নয়; বরং যার লোভ-লালসা বেশি, সেই প্রকৃত অভাবী।”
 

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন।পোস্টে তিনি আরও লেখেন, সমাজে যারা অন্যের উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ডের সমালোচনা করে, তারা প্রকৃত অর্থে মানসিক দারিদ্র্যের শিকার। এমন নেতিবাচক মনোভাব সমাজের ঐক্য, শান্তি ও মানবিক বন্ধনকে দুর্বল করে দেয়।
 

হরিদাস বাবু সততা, ন্যায়বোধ ও ধর্মীয় মূল্যবোধে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, “মানবতার প্রকৃত বিকাশ তখনই সম্ভব, যখন মানুষ লোভ-লালসা ত্যাগ করে অন্যের কল্যাণে চিন্তা করবে।”


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।