বগুড়া পার্করোড ব‌ণিক স‌মি‌তির সভাপতি শাইন সাধারন সম্পাদক সাঈদ নির্বা‌চিত


ষ্টাফ রিপোর্টার:- বগুড়ার প্রাচীনতম ব্যবসায়িক সংগঠন সাতমাথা পার্ক রোড বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫–২০২৭ সালের জন্য সকল পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।
 
নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রতিটি পদেই শুধুমাত্র একক প্রার্থী থাকায়,কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তাদের নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন প‌রিচালনার চেয়ারম্যান মামুনুর রশীদ, সদস্য তসলিম উদ্দিন খান ও সদস্য সুলতান আহম্মেদ। 
 
নতুন কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবা‌দিকনেতা আলহাজ্ব মোঃ মমিনুর রশিদ তালুকদার শাইন।তার নেতৃত্বে আগামী দুই বছর কাজ করবে পার্ক রোড বণিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি।নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন: সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু সাঈদ,সহ-সাধারণ সম্পাদক মোঃ সাব্বিত শেখ,সাংগঠনিক সম্পাদক ডা.মোঃ ইুজাজুল হক,কোষাধ্যক্ষ জিমি কুমার দাস, প্রচার সম্পাদক মোঃ জোবায়ের হোসেন ফাহাদ,দপ্তর সম্পাদক মোঃ আরিফুর রহমান সিদ্দিকি, ধর্মীয় সম্পাদক মোঃ ফজলে রাব্বি, ক্রীড়া সম্পাদক মোঃ আলম।
 
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:মোঃ জোবায়ের হোসেন (জুয়েল),মোঃ রনি শেখ,মোঃ ফারুকুল ইসলাম,মোঃ নূরুল ইসলাম (উৎপল),মোঃ খোকন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।