কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- ৬ অক্টোবর পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যা সাড়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।
 
সোমবার দুপুরে জেলা প্রশাসক হল রুমে গণপূর্ত  বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল ফারুকের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
 
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান,ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক আব্দুর রাজ্জাক রণি,গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন,জামায়েতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন,জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক মোঃ মুকুল মিয়া,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অনান্যরা।
 
বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,পরিকল্পিতভাবে নগড় উন্নয়নে ক্রমবর্ধমান সমস্যাগুলো চিহ্নিত করে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে জানান তিনি।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।