অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০৯:৪৬
সাত বছর পর বিদেশের মাটিতে টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশের স্কেটাররা। বুধবার চীনের উদ্দেশ্যে উড়াল দেবে তারা। চিনের জিংঝিয়ান রাজ্যে কারা মেতে ১০ থেকে ১৩ই অক্টোবর হবে বেল্ট এন্ড রোড নামের চায়না আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট।২০০ ও ৫০০ মিটার স্পিড এবং ১০০০ মিটার স্প্রিন্টে ৭জন স্কেটার খেলবেন ৫টি ইভেন্টে।
আগামী ১০-১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত জিংঝিয়াং চীনে অনুষ্ঠিতব্য প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বাংলাদেশ টিমের খেলোয়াড়রা হলেন, ১) আকিফ হামিদ, ২) মুনজির আফনান বিশ্বাস, ৩) মোঃ আতাহার শিহাব অদিত, ৪) জারিফ আহমেদ সরকার, ৫) ফ্যালিশা রুজবেহ, ৬) আফরাজ বিন আরিফ, ও ৭) মোঃ নাবীয়্যূন ইসলাম পৃথিবী।
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন কমপ্লেক্সে আজ অনুশীলন ও ফটোসেশন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দুই সহ-সভাপতি প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন ও জাভেদ। এছাড়াও দুই কোচ আশরাফুল আলম মাসুম ও আসিফ ইকবাল ও উপস্থিত ছিলেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।