পলাশবাড়ীতে গুরুতর অসুস্থ কমরেড রাজার পাশে দাঁড়ালেন শ্রী হরিদাস বাবু


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বক্ষব্যাধিতে ধরাশায়ী ক্ষেতমজুর সমিতির  সভাপতি কমরেড রমজান আলীর চিকিৎসায় দশ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু।

 

রবিবার (৫ অক্টোবর) বিকেলে সরেজমিন উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামে গিয়ে রমজান আলীর হাতে টাকা তুলে দেয়া হয়।

 

নম্র-ভদ্র,সৎনির্ভীক,পরোপকারী,নিরহংকারী সাদামাটা স্বভাবের মানুষ কমরেড রমজান আলী রাজা পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের বাসিন্দা।তিনি ব্যতিক্রম একজন মানুষ।নিজের ঘরে অন্নের সংস্থান নেই-নেই কোনো নিশ্চিত অর্থের উৎস।
 

এসময় উপস্থিত ছিলেন, মহদীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমিরুল ইসলাম।

 

বিষয়টি বিভিন্ন ফেসবুক অনলাইনে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক রমজান আলীর চিকিৎসার জন্য দশ হাজার টাকা অনুদান দেন।

 

উল্লেখ্য:পলাশবাড়ী উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় শয্যাসায়ী হয়ে কমরেড রমজান আলী রাজা গুরুতর অসুস্থ : চিকিৎসা সহায়তা কামনা করেছেন এ বিষয়ে ফেসবুক অনলাইনে প্রকাশক হয় যে আর্থিক চরম দৈন্যতায় অস্বচ্ছলতার
কারণে প্রয়োজনীয় অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় চরম হতাশাগ্রস্ত নিরুপায় পরিবারটি সমাজের দয়ালু বিত্তশালীসহ সর্বস্তরের সবার নিকট তাঁর পরিবার মানবিক আর্থিক সহায়তা কামনা করেছেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।