জনসেবাই আমাদের অঙ্গীকার, হিলি ইমিগ্রেশনে পুলিশ সুপারের উদ্বোধনে স্ন্যাকস কর্ণার চালু


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে পুনাক দিনাজপুরের উদ্যোগ ও বাস্তবায়নে নবনির্মিত “ইমিগ্রেশন স্ন্যাকস কর্ণার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৪ অক্টোবর ) সন্ধায় এ স্ন্যাকস কর্ণারটির উদ্বোধন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. মারুফাত হুসাইন।

 

উদ্বোধন শেষে পুলিশ সুপার বলেন, হিলি সীমান্ত দিয়ে 

 

প্রতিদিন অসংখ্য দেশী-বিদেশী যাত্রী যাতায়াত করেন। তাদের যাত্রা আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশ্রাম ও খাবারের সহজলভ্যতা খুবই জরুরি। এই স্ন্যাকস কর্ণার সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তিনি পুনাক দিনাজপুরের এ উদ্যোগের প্রশংসা করে বলেন,যাত্রীসাধারণ ও আগত অতিথিদের সেবায় বাংলাদেশ পুলিশ সর্বদা বদ্ধপরিকর। জনগণের কল্যাণে পুলিশ বাহিনী শুধু নিরাপত্তায় নয়, সেবামূলক উদ্যোগেও অগ্রণী ভূমিকা রাখছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেল অফিসার আ. ন. ম. নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক, হিলি ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নবনির্মিত এই স্ন্যাকস কর্ণারে যাত্রীরা বিশ্রামের পাশাপাশি স্বল্পমূল্যে মানসম্মত খাবার ও পানীয় উপভোগ করতে পারবেন, যা সীমান্ত ভ্রমণকে করবে আরও স্বাচ্ছন্দ্যময়।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।