ট্রাম্পের গাজা পরিকল্পনা বিপজ্জনক-হিজবুল্লাহ প্রধান



লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা ‘বিপজ্জনক’ এবং এটি আসলে ইসরাইলের রাজনৈতিক কৌশল।

 

শনিবার (৪ অক্টোবর) দুই হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে কাসেম বলেন, ইসরাইল সামরিকভাবে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তা রাজনৈতিক সমঝোতার নামে হাসিল করার চেষ্টা করছে।

তিনি বলেন, আসলে এই পরিকল্পনা বিপদে ভরা। এটি ইসরাইলের প্রকল্প, যা তারা সামরিক আগ্রাসন, গণহত্যা ও দুর্ভিক্ষের মাধ্যমে অর্জন করতে ব্যর্থ হয়ে এখন রাজনীতির মাধ্যমে বাস্তবায়ন করতে চাইছে।

 

হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সংগঠন এই প্রস্তাব গ্রহণ করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান কাসেম। তিনি বলেন, পরিকল্পনার খুঁটিনাটি বিষয়ে আমি হস্তক্ষেপ করব না। শেষ পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন—হামাস ও অন্যান্য গোষ্ঠী—যা উপযুক্ত মনে করবে, সেটিই সিদ্ধান্ত হবে।

তবে তিনি ‘গ্রেটার ইসরাইল’ ধারণার বিরোধিতা করার আহ্বান জানান। কাসেমের দাবি, এই প্রকল্প শুধু গাজা ও পশ্চিম তীর নয়, বরং আধুনিক জর্ডান, লেবানন ও সিরিয়ার কিছু অংশকেও অন্তর্ভুক্ত করে।

 

তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের পরিকল্পনা অনুযায়ী ‘সুনার অর লেটার’ এই প্রকল্প অঞ্চলটির সবার ওপর প্রভাব ফেলবে। তাই প্রতিটি মানুষকে এটির বিরোধিতা করতে হবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।