ইন্দুরকানীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়কের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


মোঃমামুন হাওলাদার শিমুল,ইন্দুরকানি ( পিরোজপুর) প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানীতে নবগঠিত কমিটির উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ককে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক। 
 

শনিবার (০৪ অক্টোবর) বেলা ১২টার দিকে ইন্দুরকানী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আঃ মান্নান।

 

এসময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। 

 

এমনকি ২০১৮ সালের জাতীয় সংসদ নিবার্চনে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের সংসদ নিবার্চনী জনসভায় বক্তব্য দিয়েছেন। এছাড়া তিনি একজন দুর্নীতিবাজ। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়া ও অগ্রিম জামানত নিয়ে সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। 

 

এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি ঘর (বীর নিবাস) দেয়ার কথা বলে একাধিক মুক্তিযোদ্ধার কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। আমরা মুক্তিযোদ্ধারা এ কমিটি মানি না। দ্রুত এই কমিটি বাতিল করে ফ্যাসিবাদমুক্ত করে নতুন কমিটি দিতে হবে।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।