মসজিদ পথে বাঁশের বেড়া চরম দুর্ভোগে মুসল্লিসহ গ্রামবাসী


মোকছেদুল মমিন মোয়াজ্জেম (দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুরে মসজিদে যাওয়ার পথে বাঁশের বেড়া, চরম দুর্ভোগে পড়েছে মুসল্লীসহ গ্রামবাসী। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ। বাদি-বিবাদিকে থানায় ডাকা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

 

বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামের ফকিরপাড়া জামে মসজিদের রাস্তায় এবাঁশের বেড়া দেয় স্থানীয় শাহজাহান ফেরদৌস বাবু ও বেনজির আহম্মেদ শাহ নামের দুই প্রভাবশালী।

 

শনিবার (৪ অক্টোবর) সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫০ বছর যাবৎ এই রাস্তা দিয়ে মসজিদের মুসল্লী সহ গ্রামবাসী চলাফেরা করে। গত ২৮ সেপ্টেম্বর ঐগ্রামের শাহজাহান ফেরদৌস বাবু এবং বেনজির আহম্মেদ শাহ্ যাতায়াতের রাস্তার দুই পাশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এতে চরম বিপাকে পড়ে মুসল্লি এবং ভুক্তভোগী গ্রামবাসী।

 

মসজিদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম শাহ্ বলেন, ৫০ বছর ধরে আমরা গ্রামবাসী এবং মুসল্লিরা এই রাস্তা ব্যবহার করে আসছি। এছাড়াও শান্তিপূর্ণভাবে এই মসজিদে নামাজ আদায় করছি। 

 

কিন্তু ২৮ সেপ্টেম্বর সকালে এই দুই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মসজিদের পথে বাঁশের বেড়া দিয়ে আমাদের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 

 

আমরা প্রতিবাদ করলে তারা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। মুসল্লিরা এখন কষ্ট করে বিকল্প পথ ব্যবহার করছেন।  বিশেষ করে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে বয়স্ক মুসল্লিদের।

 

তিনি আরও বলেন, এবিষয়ে মসজিদ কমিটি এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযুক্তকারী বেনজির আহম্মেদ শাহ্ বলেন, আমি যাতায়াতের জন্য যথেষ্ট জায়গা ছেড়ে দিয়েছি। যদি আরও জায়গা দরকার হয়। আমি তা দিতে রাজি আছি।

 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ইউএনও মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে। আগামী রোববার উভয় পক্ষকে ডাকা হয়েছে। থানায় বসে এর একটা সমাধান করা হবে।

এবিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, বিষয়টি অবগত হয়েছি। রোববার তহশিলদারকে সরেজমিনে পাঠানো হবে।

 

স্থানীয় মুসল্লি ও গ্রামবাসী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রতিবন্ধকতা অপসারণ ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।