পীরগঞ্জের যে রাস্তায় বাস চলতো এখন সে রাস্তায় রিকসাও চলেনা


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ -রংপুরের পীরগঞ্জ উপজেলার জন গুরত্বপুর্ণ বড়দরগাহ -ভেন্ডাবাড়ী পাকা রাস্তাটিতে নাজুক পরিস্থিতির সৃষ্টি হযেছে। 

 

রাস্তাটিতে অসংখ্য ক্ষতের সৃষ্টি হওয়ায় যে রাস্তাটিতে পুর্বে বাস চলাচল করতো সে রাস্তায় এখন রিকসাও চলে না। ফলে যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে এ এলাকার লক্ষাধিক মানুষকে। 
 

একাধিক সুত্র ও সরেজমিন জানা গেছে, বংপুর –বগুড়া মহাসড়ক সংলগ্ন বড়দরগাহ থেকে ভেন্ডাবাড়ী গামী ১২ কিলোমিটার দৈর্ঘ্য এ পাঁকা রাস্তাটি ৪টি ইউনিয়ন বাসীর যোগাযোগের জন্য অন্যতম মাধ্যম। রংপুর বিভাগীয় শহরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এ রাস্তাটি গুরত্ব অপরিশীম। 

 

যে কারনে রাস্তাটিতে প্রতিনিয়য়ত চলাচল করতো হালকা যানবাহনের পাশাপাশী যাত্রীবাহী বাস ও পণ্যবাহি ট্রাক সহ ভারী যানবাহন।

 

এদিকে গত দু’বছর পুর্বে রাস্তাটি সংস্কার করা হলে এলাকার মানুষের মাঝে যোগাযোগের ক্ষেত্রে স্বস্তি ফিরে এসেছিল।পরবর্তিতে রাস্তাটি দিয়ে বালু পরিবহনে ড্রাম ট্রাক চলাচলে বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয় । এ ছাড়া রাস্তাটি সংস্কারের সময় উপরি ভাগ সমতল থাকায় বৃষ্টির পানিও জমে থাকত। 

 

এমতাবস্থায় রাস্তাটিতে যানবাহন চলাচল অব্যহত থাকার কারনে অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়েছে।সার্বিক এ পরিস্থিতির কারনে বর্তমানে রাস্তাটিতে কোন ভাড়ী যানবাহন চলছে না এবং হালকা যানবাহনে চলাচল ঝুকিপুর্ন হয়ে পড়েছে ।সর্ব সাধারনকে উক্ত রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। তাই উক্ত রাস্তা সংস্কারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছেন।
 

রাস্তাটির ব্যাপারে ৪ অক্টোবর পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আসাদুজ্জামান বাপ্পীর সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, উক্ত রাস্তার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে ।

 


মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।