আজ থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ


৭১ ভিশন ডেস্ক:- ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়েছে মা-ইলিশ সংরক্ষণ অভিযান।অর্থাৎ আজ ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন পদ্মাসহ সব নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ পরিবহন, মজুদ, বেচাকেনা ও বিনিময় করা যাবে না।

মৎস্য ও প্রাণিসম্পধদ মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, নৌ পুলিশ ও কোস্ট গার্ড।


সচেতনতা বাড়তে নদীতীরবর্তী জেলেপল্লীতে প্রচারপত্র বিতরণ, মাইকিংসহ নানা প্রচার কার্যক্রম চলছে।
 

অভিযান চলাকালে কর্মহীন হয়ে পড়া জেলেদের জন্য বিশেষ সহায়তা হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিজনকে ২৫ কেজি করে চাল দেবে সরকার। তবে জেলেরা বলছেন, এ সহায়তার জন্য সঠিক তালিকা তৈরি করা জরুরি, যাতে প্রকৃত জেলেরা বরাদ্দ পান।রাজবাড়ী ও গোয়ালন্দসহ পদ্মা নদীর তীরবর্তী এলাকায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের কড়াকড়ি নজরদারি শুরু হয়েছে।


স্থানীয়রা বলছে, জেলেরা এখন অনেক সচেতন। সরকারের আইন অমান্য করে নদীতে কেউ যাবে না বলে তাদের প্রত্যাশা।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান জেলেদের সতর্ক করে বলেছেন, নিষিদ্ধ সময়ে নদী থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


ইউএনও আরো বলেন, এই নিষেধাজ্ঞা শুধু শাস্তি দেওয়ার জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশের প্রজনন সুরক্ষিত রাখার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আইন ভঙ্গকারীদের সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।

 

 


কালের কণ্ঠ


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।