পলাশবাড়ীতে অন্যায়ের করায় ওষুধি গ্রামের রূপকার রফিকুলের বসতবাড়িতে হামলা-ভাঙচুর


পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি;- গাইবান্ধার পলাশবাড়ীতে চুরিসহ অসামাজিক কমর্কান্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ওষুধি গ্রামের রূপকার রফিকুলের বসতবাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে।
 

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার মহদীপুর ইউনিয়নের বেত্তারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 

ভূক্তভোগী রফিকুল দম্পতি ও প্রতিবেশীরা জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ওষুধি গাছ রোপনসহ জৈবসার উৎপাদন করে আসছেন। তার সফলতায় কেত্তার পাড়া গ্রামকে মানুষ ওষুধি গ্রাম নামে চেনে। একজন প্রতিবাদী মানুষ হিসেবে তিনি সবসময় এলাকায় গরুচুরিসহ সকল অন্যায়-অসাজিক কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন রফিকুল ইসলাম।
 

এরই জেরে আজ সন্ধ্যায় লাঠি ও ইঠপাটকেল হাতে কিছু লোক গাইবান্ধা- পলাশবাড়ী সড়ক সংলগ্ন রফিকুলের বসতবাড়ীতে হা/মলা-ভাংচুর চালায়। এতে দরজাসহ বসতবাড়ীর টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়।
 

কান্নাজড়িত কণ্ঠে রফিকুল জানান, তিনি কোনদিন মানুষের সঙ্গে শত্রুতা করেননি। সব সময় মানুষের পাশে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আজ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই বিশেষ করে চুরির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তার বাড়ীতে হামলা- ভাংচুর চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।
 

তিনি আরো জানান, তিনি স্থানীয় ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী। ঘটনার সময় তিনি দলীয় মিটিংয়ের কারণে বাড়ির বাইরে ছিলেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।